চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরে ভয়াবহ গাড়ি হামলার ঘটনায় দোষী সাব্যস্ত চালক ফ্যান-উইকিউকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত ১১ নভেম্বর, তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ৩৫ জনকে হত্যা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৩ জন।
মামলার বিবরণ অনুযায়ী, ঝুহাইয়ের একটি শরীর চর্চা কেন্দ্রে বিপজ্জনক গতিতে গাড়ি চালিয়ে ঢুকে পড়েন ৬২ বছর বয়সী ফ্যান। এ মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। হামলার পর পুলিশ দ্রুত তাকে আটক করে। তবে তাকে গ্রেফতারের সময় দেখা যায়, ফ্যান নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করছেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে ফ্যান জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ওই দিন পারিবারিক আদালতে বিচ্ছেদের বিষয়টি জানার পর তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত থেকেই ক্ষোভে-উন্মাদনায় চালান এই ভয়াবহ হামলা।
এই মর্মান্তিক ঘটনাটি চীনে তোলপাড় সৃষ্টি করে। সাম্প্রতিক ইতিহাসে জনসমাগমপূর্ণ স্থানে এমন ভয়াবহ হামলার কোনো নজির নেই। ঘটনায় শোকপ্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সব প্রদেশের সরকারকে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করার নির্দেশ দিয়েছেন।
পুলিশ হামলার ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কোনো তথ্য প্রকাশ করেনি। হতাহতের সংখ্যা প্রকাশ করা হয় ১২ নভেম্বর। ঝুহাইয়ের এই দুর্ঘটনা পুরো চীনকে চমকে দিয়েছে এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।