৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনের সাবেক নিরাপত্তা প্রধান ঝু ইয়াংক্যাং-এর সহযোগী লি চংজি এর কারাদন্ড

চীনের কমিউনিস্ট পার্টির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও সাবেক নিরাপত্তা প্রধান ঝু ইয়াংক্যাং-এর সহযোগী লি চংজিকে মঙ্গলবার দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

লি চংজি ১১ মিলিয়ন ইয়েন (১ দশমিক ৭ মার্কিন ডলার) ঘুষ নেয়ার জন্য দন্ডিত হন। নানচাং পিপল্স ইন্টারমিডিয়েট কোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তার কাছ থেকে এক মিলিয়ন ইয়েন জব্দ করা হয়েছে।

তিনি ঝু’র ক্ষমতার অন্যতম প্রধান ঘাঁটি সিচুয়ান প্রদেশের রাজনৈতিক পরামর্শ বোর্ডের সদস্য ছিলেন।
প্রেসিডেন্ট শী জিনপিং-এর দুর্নীতি দমন অভিযান চলাকালে সাবেক নিরাপত্তা প্রধান ঝু-এর কারাদন্ডপ্রাপ্ত সহযোগীদের মধ্যে লী সর্বশেষ।

ঝু ইয়ংকাং চীনের নিরাপত্তা প্রধান থাকাকালে ব্যাপক ক্ষমতা কুক্ষিগত করেন এবং কমিউনিস্ট পার্টির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য হন।

জুন মাসে তাকে উৎকোচ নেয়া ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করাসহ বেশ কিছু অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।
গত মাসে এক সপ্তাহের মধ্যে ঝু-এর সাবেক সহযোগীদের মধ্যে কমপক্ষে পাঁচ জনকে আদালতের মুখোমুখি হতে হয়েছে।
মঙ্গলবার গিলিন ইন্টারমিডিয়েট পিপল কোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, হুনান প্রদেশের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াং বাওয়াকে দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ