১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনের বাণিজ্যিক কেন্দ্রের কারখানা থেকে উঠে যাচ্ছে বিধিনিষেধ

অবশেষে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের কারখানাগুলো থেকে তুলে নেওয়া হচ্ছে করোনা সম্পর্কিত বিধিনিষেধ। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা বিধিনিষেধগুলো বুধবার (১ জুন) থেকে তুলে নেওয়া হবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শহরের অর্থনৈতিক কার্যক্রম সচল করতে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। কঠোর বিধিনিষেধের ফলে সেখানকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত দুই মাস ধরে সাংহাইতে কঠোর লকডাউন চলছে।

এদিকে চীনের রাজধানী বেইজিংয়েও লকডাউন শিথিল করা হয়েছে। আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে পরিবহন ব্যবস্থা ও কিছু শপিংমল। করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, সাংহাইতে করোনায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২২। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৭০।

কর্মকর্তারা বলছেন, করোনার বিস্তার রোধ করতে ও কর্মক্ষেত্রে ফিরে আসা লোকের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা সংশোধন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ