চীনের উত্তরাঞ্চলের বন্দর নগরী তিয়ানজিনে ভয়াবহ দুটি বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছে ৩ শতাধিক মানুষ। বুধবার বিস্ফোরকের একটি চালান খালাস করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ফলে সৃষ্ট আগুনের শিখায় আকাশ আলোকিত হয়ে যায়। এতে আশপাশের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও দুই জন ফায়ার সার্ভিসের কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া। এছাড়াও বিস্ফোরণের পর এর আশপাশের বেশ কিছু ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৭৭