ভোজপুরি বুলি আওড়ানো ভিনগ্রহের জীবটিকে বেজায় ভালবেসে ফেলেছেন চীনের বাসিন্দারা। আমির খান অভিনীত রাজকুমার হিরানির ‘পিকে’ এই মুহূর্তে চীনেও বিপুল হিট। ইতিমধ্যেই ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করে চীনের বক্স অফিসে তুফান তুলেছে ‘পিকে’।
সেই সঙ্গে ফিল্ম-সমালোচকরাও প্রশংসায় পঞ্চমুখ। গত ২২ মে রিলিজ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত চীনের বৃহত্তম ফিল্ম রিভিউয়িং ওয়েব-সাইট ‘দৌবান’-এ ‘পিকে’-র স্কোর ৮.৩!
অবশ্য ভেবে দেখলে চীনে ছবির সাফল্য আমির-রাজুর কাছে নতুন কিছু নয়। এর আগে এই জুটির ২০০৯-এর ছবি ‘থ্রি ইডিয়টস’-ও চীনে ভালই সমাদর কুড়িয়েছিল। কিন্তু ‘পিকে’ সেই সাফল্যকে ছাড়িয়ে গিয়েছে।
চীনের সংবাদমাধ্যম এমন কথাও বলছে যে, ‘পিকে’ থেকে অনেক কিছুই শেখার রয়েছে সে দেশের চলচ্চিত্র নির্মাতাদের। এখনও পর্যন্ত চীনের পাঁচ হাজার স্ক্রিনে দেখানো হয়েছে ‘পিকে’। সে দেশে নন-ইংলিশ ফরেন মুভির ব্যবসাতেও ‘পিকে’নতুন রেকর্ড তৈরি করেছে।
‘পিকে’-র এই সাফল্য চীনে ভারতীয় ছবির নতুন বাজার-সম্ভাবনা খুলে দিল— মন্তব্য করেছেন চাইনিজ ফার্ম স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের পার্টনার প্রসাদ শেটি।