২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চিনের নয়া অস্ত্রে আমেরিকার মাথায় হাত

চিনে চতুর্থবার পরীক্ষাতেও সফল হল ‘সুপারসনিক নিউক্লিয়ার ডেলিভারি ভেহিকেল’। আর তাতেই মাথায় হাত আমেরিকার। একে চিনের চূড়ান্ত রণকৌশল বলে উল্লেখ করল আমেরিকা। নয়া এই অস্ত্রের নাম Wu-14. গত ১৮  মাসে এই নিয়ে চারবার পরীক্ষা করা হল এই অস্ত্র। রবিবার করা হল চতুর্থ পরীক্ষা। চিনের প্রতিরক্ষা মন্ত্রক এর সাফল্য নিশ্চিত করেছে।
এই পরীক্ষা কোনও দেশের উদ্দেশ্যে করা হয় না। তবে এই পরীক্ষা প্রমাণ করল, চিন ওয়াশিংটনকে জবাব দিল। এই নয়া অস্ত্রে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা। এটির মূল বৈশিষ্ট্য, মার্কিন মিসাইলকে অনায়াসে পাশ কাটাতে পারবে এই অস্ত্র। এমনটাই দাবি করা হয়েছে একটি মার্কিন ওয়েবসাইটে। শব্দের থেকে ১০ গুন বেশি বেগে যাবে এই অস্ত্র। এর বেগ ঘণ্টায় ৭,৬৮০ মাইল। দক্ষিণ চিনে আমেরিকার প্রতিপত্তি বন্ধ করতেই এই অস্ত্র আনা হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ