১. লিপস্টিকের রং দীর্ঘক্ষণ স্থায়ী করতে
লিপস্টিকের রং দীর্ঘক্ষণ স্থায়ী করতে পারে চিনি। লিপস্টিক দেওয়ার পর ঠোঁটের ওপর কিছুক্ষণ চিনি রেখে দিয়েই দেখুন!
২.ত্বকের মরা কোষ দূর করতে
ত্বকের মরা কোষ দূর করতে প্রাকৃতিক স্ক্রাব খুবই উপকারী। উজ্জ্বল ত্বকের জন্য চিনি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল ও নরম হবে এবং ত্বকের মরা কোষ দূর হবে।[ad id=”28167″]
৩.হাতের গন্ধ তাড়াতে
খাওয়ার পর হাতে খাবারের গন্ধ শুধু সাবানে দূর হয় না। এ সমস্যার সমাধানে চিনি ব্যবহার করতে পারেন। লিকুইড সাবান, চিনি ও অলিভ অয়েল মিশিয়ে হাত ধুয়ে ফেললে গন্ধ যাওয়ার পাশাপাশি হাতের ত্বক নরম ও মসৃণ হবে।
৪.ফুল তাজা রাখতে
শর্করাসমৃদ্ধ চিনি শুধু মানুষের শরীরের পুষ্টি জোগায় না, এটি ফুলকেও জীবন্ত রাখতে সাহায্য করে। একটি বোতলে তিন টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ ভিনেগার পানির সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এর পর ফুলের ওপর ছিটিয়ে দিন। চিনি ফুলকে সতেজ রাখবে এবং ভিনেগার ফুলের ব্যাকটেরিয়া ধ্বংস করবে।
৫.ব্লেন্ডারের দাগ দূর করতে
কফি মেকার, জুস মেকারের যেকোনো দাগ দূর করতে চিনি বেশ কার্যকর। এক কাপ চিনি ব্লেন্ডারে নিয়ে পানি ছাড়া ব্লেন্ড করুন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, সব দাগ দূর হয়ে যাবে। এটি খুব সহজে চায়ের ফ্লাক্সেরও দাগ দূর করে। এক চামচ চিনি দিয়ে ফ্লাক্সের মুখ ভালো করে বন্ধ করে রাখুন। কয়েক ঘণ্টা পর ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে ফেলুন। এক নিমেষেই আপনার চায়ের ফ্লাক্সের দাগ দূর হয়ে যাবে।
৬.বিস্কুট মচমচে রাখতে
বয়ামে বিস্কুট রেখে এর মধ্যে চিনির কিউব দিয়ে বয়ামের মুখ ভালো করে বন্ধ করুন। এতে বিস্কুট মচমচে থাকবে। এভাবে আপনি রুটি, কেক, এমনকি চিজও রাখতে পারেন।
৭.কাপড়ের দাগ দূর করতে
অনেক সময় কাপড়ে লেগে থাকা কালির দাগ উঠতে চায় না। এ ক্ষেত্রে গরম পানির মধ্যে চিনি মিশিয়ে দাগের ওপর মেখে এক ঘণ্টা রেখে দিন। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, কাপড়ের দাগ দূর হয়ে যাবে।
৮.কালির দাগ দূর করতে
অনেক সময় গাড়ি নানা কাজে হাতে কালির দাগ লেগে যায়। এই কালির দাগ সহজে যেতে চায় না। হ্যান্ডওয়াশের সঙ্গে চিনি মিশিয়ে ভালো করে ঘষে হাত ধুয়ে ফেলুন। এক নিমেষেই হাতের কালির দাগ দূর হয়ে যাবে।
৯. চিজ বা পনির দীর্ঘদিন ধরে সতেজ রাখাতে
চিজ বা পনির দীর্ঘদিন ধরে সতেজ রাখা যায় চিনির মাধ্যমে। কিচ্ছু না, সামান্য সুগার কিউব রেখে দিন। সেটাই সংরক্ষণের কাজ সেরে নেবে!
১০. রান্নায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের গন্ধ দুর করতে
ব্লেন্ডার মেশিন, কফিমেকার কিংবা রান্নায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্র মাঝেমধ্যে গন্ধ হয়ে যায়। এতে চিনি মেশানো পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিন, পরে ধুয়ে ফেলুন। গন্ধ একদম থাকবে না।
মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।