এবার সাইমনের সাথে ‘দি আমেরিকান ড্রিম’ নামে চলচ্চিত্রে দেথা যাবে পপিকে। এতে বাঁধন নামে এক ড্যাশিং মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এক মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। এছাড়াও ছিলেন ছবির পরিচালক জসীম উদ্দিন, চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক সায়মনসহ আরো অনেকে।
উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান ছবির অভিনয় শিল্পীদের প্রশংসা করে বলেন, ‘এই ছবিতে যারা অভিনয় করছেন, তারা সকলেই গুণী শিল্পী। তাদের অনেককেই আমি চিনি। যদিও তাদের সঙ্গে আমার সরাসরি পরিচয় নেই। টেলিভিশনের পর্দায় তাদের দেখা মিলে।’
ছবির গল্প এরকম যে, দীপ নামে এক তরুণ আমেরিকার কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনা করে। পাশাপাশি একটি বাংলা দৈনিকের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। প্রেমিকা বাঁধনকে বউ পরিচয়ে আমেরিকা নিয়ে যায়। কিন্তু বাধন একসময় দীপকে ফাঁদে ফেলে সুমন নামে আরেকজনের সঙ্গে পালিয়ে যায়। সুমন আগে ঢাকায় থাকত। তিনবার বিএ ফেল করেছে। এক সময় ভাবল আমেরিকায় যাবে। সেই স্বপ্ন আঠারো বার বিফল হয়। শেষে নাম পরিবর্তন করে ‘আদনান’ নামে আরেকজনের ভিসায় আমেরিকা যায়। সুমনের চরিত্রে অভিনয় করছেন সায়মন। দীপের চরিত্রে পরিচালক নিজেই থাকছেন। সিনেমায় নতুন রূপে দেখা যাবে গ্লামারগার্ল পপিকে-এমনটায় জানালেন পরিচালক।