[english_date]

চিত্রনায়ক রিয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। সোমবার আনুমানিক রাত ৮টা ১০ মিনিটে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

শুটিং স্পট থেকে একজন জানান, শুটিংয়ের মধ্যে হঠাৎ করে তিনি বুকে ব্যাথা অনুভব করেন । তাৎক্ষণিকভাবে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, জনপ্রিয় এ নায়ক ইচ্ছকৃতভাবেই দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে ছিলেন। সম্প্রতি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটিতে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয়ের মাধ্যমে ফের ছন্দে ফেরেন রিয়াজ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ