১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

 

সোমবার (১৬ জানুয়ারি) রাতে তিনি বাসায় ফেরেন। মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকদের পরামর্শে ভর্তি হন তিনি।

এক মাসেরও বেশি সময় তিনি কারাগারে ছিলেন। রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গত ৮ ডিসেম্বর গভীর রাতে নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ