ব্রিটেনে খোঁজ মিলল চার আজার বছরের পুরনো মানব কঙ্কাল। কঙ্কালটি কোনও কিশোরের বলে অনুমান করা হচ্ছে। এক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষকরা এই কঙ্কাল খুঁজে পেয়েছেন। চার হাজার বছর আগের মানবজীবন সম্পর্কে তথ্য জোগাতে এই আবিষ্কার কাজে আসবে বলেই মনে করছেন গবেষকরা।
আরও গবেষণায় ওই কঙ্কালের বয়স ও অন্যান্য তথ্য জানতে পারবেন বিজ্ঞানীরা। ওয়াইলসফোর্ডের মাটির তলা থেকে উদ্ধার হয়েছে এই কঙ্কাল। ওই কঙ্কালের দেহ দেড় মিটার লম্বা বলে জানা গিয়েছে। গলায় রয়েছে একটি নেকলেস। সেইসময় কিশোর বা যুবকরা কিভাবে বসবাস করত, কেমন ছিল তাদের জীবনযাত্রা। সেদিকেই আলোকপাত করতে চাইছে গবেষকরা।
পোস্টটি যতজন পড়েছেন : ২৯৭