সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় দেশের ১ হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের সম্ভাব্যতা যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে। আগামী সেপ্টেম্বরে শুরু হবে জয়দেবপুর-এলেঙ্গা সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ। আরও ৬শ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের সম্ভাব্যতা যাচাইকাজ শুরু হচ্ছে। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট ও বন্দর উপজেলার মদনপুর এলাকায় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধে সরকারি সিদ্ধান্ত বাস্তবে কার্যকরের বিষয়টি পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সরকারি সিদ্ধান্ত কার্যকরে সন্তুষ্টি প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শতভাগ না বললেও নিরানব্বই ভাগ সফলতা দেখতে পাচ্ছি। এই সিদ্ধান্তের ওপর জনগণের আস্থা রয়েছে। যে কারণে এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাধাগ্রস্ত হতে হয়নি। তিনি বলেন, আগামীতে যেসব সড়ক-মহাসড়ক তেরি করা হবে সেসব সড়কে ছোট ছোট যানবাহন চলাচলের জন্য আলাদা বাইলেন রাখা হবে। তিনি বলেন, আগামী ২০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬টি জেলায় ৯টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। মন্ত্রী বলেন, দেশে অনেক মেগা প্রজেক্ট শেখ হাসিনার সরকার বাস্তবায়ন করেছে এবং আরও হচ্ছে। এতে কিন্তু খুব একটা ফল পাওয়া যাবে না, যদি পরিবহনে শৃংখলা না থাকে।