জয়ে ফিরল লিভারপুল ৷টানা চার ম্যাচ পরে ! প্রিমিয়র লিগে হাড্ডাহাড্ডি ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে দিল ব্রেন্ডন রজার্সের দল৷ ম্যাচে জোড়া গোল করলেন স্টারিজ৷লিভারপুলের হয়ে বাকি গোটি জেমস মিলনার৷ ম্যাচ শেষে চওড়া হাসি রজার্সের মুখে৷
ম্যাচ শুরুর দু’মিনিটের মধ্যেই মিলনার গোল করে লিভারপুলকে এগিয়ে দেন৷ বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল রজার্সের দল৷ বিরতির পরে স্টারিজ গোল করে লিভারপুলের পক্ষে ব্যবধান বাড়ান৷ ৬৬ মিনিটে আর গেসটেড গোল করে ভিলার পক্ষে ব্যবধান কমান৷কিন্তু এই গোলের এক মিনিট পরেই ফের স্টারিজ গোল করে দলের পক্ষে ব্যবধান বাড়ান৷এরপরও লড়াই করে ভিলা৷ ৭১ মিনিটে ফের গেসটেড গোল করে দলের পক্ষে ব্যবধান কমান৷ এরপর অবশ্য আর কোনও দলই গোল করতে পারেনি৷
পোস্টটি যতজন পড়েছেন : 133