চার ঘণ্টার সফরে ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ।তাই আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন। রাত নয়টার দিকে তিনি চলে যাবেন। । এ ছাড়া রাতে তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি বলে জানা যায়।