
বিখ্যাত বিটলস ব্যান্ড এর সদস্য জন লেননের চার ইঞ্চি চুল নিলামে ৩৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ডালাসের হেরিটেজ অকশন জানিয়েছে যুক্তরাজ্যের স্মারক সংগ্রাহক পল ফ্রেজার এটি কিনেছেন।
বার্তা সংস্থা এপি জানায়, ১৯৬৭ সালে ‘হাউ আই উওন দ্য ওয়ার’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতির সময়ে চুল কাটানোর সময় জার্মান নাপিত জন লেননের চার ইঞ্চি চুল সংগ্রহে রেখে দেয়। উল্লেখ্য, এই নিলামে জন লেননের চুল ছাড়াও বিটলসের বিখ্যাত চার সদস্যর স্বাক্ষরিত একটি ছবি ৪২ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে। এপি।
পোস্টটি যতজন পড়েছেন : ৮১