আর্থনিউজ২৪: বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মাঝে চুক্তি করা মোটর ভেহিক্যাল এগ্রিমেন্টের আওতায় জানুয়ারি মাস থেকে চারটি দেশের মধ্যে যাত্রী চলাচল ও পণ্য পরিবহন শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
[review]
মন্ত্রী আরও জানান, যাত্রী ও যান চলাচলে প্রত্যেক দেশের নিয়মানুযায়ী মূল্য সংযোজন কর নির্ধারিত থাকবে। বাংলাদেশে এ কর কত হবে, সেটিও সময়মতো আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র্যালিটি আগামী ১৪ নভেম্বর ভারত থেকে শুরু হবে।
বাংলাদেশের সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে এ অবস্থায় চার দেশের যোগাযোগ (কানেক্টিভিটি) সম্ভব হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশের রাস্তা মোটামুটি ভালো আছে। যেটুকু খারাপ আছে, তা কার শোভাযাত্রার আগেই মেরামত হয়ে যাবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, চার দেশের মধ্যে গাড়ি চলাচলের জন্য একটি নির্দিষ্ট মাশুল নির্ধারণ করা হবে। প্রতিটি দেশের আইন ও বিধি অনুযায়ী এই ফি নির্ধারিত হবে। যথাসময়ে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।