
দাউদ ইব্রাহিমের গোপন আস্তানা ফাঁস হয়ে যেতেই করাচি থেকে তাকে সরিয়ে নিয়ে গেল পাকিস্তান। বিশেষ সূত্রের খবর, দাউদকে গাড়ি করে করাচি থেকে মুরি নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, আইএসআই দাউদকে করাচি থেকে পাকিস্তানের উত্তরে মুরি প্রদেশে সরিয়ে নিয়ে গিয়েছে। এও জানা গিয়েছে, দাউদের সঙ্গে সেই গাড়িতেই ছিলেন তার স্ত্রী ও মেয়ে।
দাউদের ছোট ভাই আনিজ ও তার পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১৯৯৩ সালের মুম্বই হামলার চক্রী ছিল আনিজ। আইএসআই -এর সেফহাউসে তাদের নয়া আস্তানা তৈরি করা হয়েছে বলে খবর।
পোস্টটি যতজন পড়েছেন : ১৫৯