চাঞ্চল্যকর দাবি করলেন অ্যাপেলো ১৪-এর মহাকাশচারী। ১৯৭১ সালে চাঁদে যাওয়া মহাকাশযান অ্যাপেলো ১৪-এর মহাকাশচারী এডগার মিচেলের দাবি, রাশিয়া ও আমেরিকার মধ্যে ঠাণ্ডা যুদ্ধের সময় যে পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তা মিটিয়েছিল ভিনগ্রহী জীবেরা। এমনকী এ বিষয়ে তাঁর সঙ্গে অন্যগ্রহের প্রাণীদের কথা হয়েছে বলেও জানিয়েছেন এডগার। অ্যাপেলো ১৪-এর ষষ্ঠ যাত্রী ছিলেন এডগার।
সদ্য এক মার্কিন পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন এডগার। তাঁর কথায়, “আর একটু হলে পরমাণু যুদ্ধ হতো। আমেরিকা ও রাশিয়ার মধ্যে হতে চলা পরমাণু যুদ্ধ থামাতে পৃথিবীতে এসেছিল অন্যগ্রহের বাসিন্দারা। আমার সঙ্গে তাঁদের কথা হয়েছে। তারা পৃথিবীতে শান্তি চায়। তারা বারবার যুদ্ধের বিরোধী।”
হঠাত এটা কেন বলেছেন বিজ্ঞানী এডগার? এ বিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। রসওয়েলে পরমাণু পরীক্ষাকেন্দ্রের সামনে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় এডগার মিচেলের। নিজের জোরেই এর পর মহাকাশ বিজ্ঞানী হন মেক্সিকান এই মেধাবী ছাত্র।