চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে ভটভটি সংঘর্ষে মোজাম্মেল হক (৪০) নামে ভটভটি চালক মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মোজাম্মেল হকের বাড়ি উপজেলার মির্জাপুর বাঙ্গালপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়লাবাড়ি এলাকায় কানসাটগামী একটি যাত্রীবাহী ভটভটিকে বিপরীত দিক থেকে আসে সোনামসজিদগামী একটি খালি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ভটভটি চালক মোজাম্মেল মারা যান। এ সময় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঈনুল ইসলামের বরাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।