চট্টগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে আসাদুল নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার রাতে, নগরীর মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে, ওই এলাকার এক অ্যালুমিনিয়াম ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি ছোঁড়ে।
এসময় বাজারে মোমবাতি কিনতে আসলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আসাদুল। খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা হয়নি।
পোস্টটি যতজন পড়েছেন : 156