২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে বিশেষ অভিযানে হরিণের মাংস ও অতিথি পাখি জব্দ

চাঁদপুরে বিশেষ অভিযানে হরিণের মাংস ও অতিথি পাখি জব্দচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে জাটকা, কারেন্ট জাল, হরিণের মাংস ও অতিথি পাখি জব্দ করেছে কোস্টগার্ড পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহর নেতৃত্বে মেঘনা মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি বন্ধন-৭, কোকো-১ এবং ফারহান-৫’’ হতে ২৮০ কেজি জাটকা ও ১ লক্ষ ২৬ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি হরিণের মাংস এবং ২২টি বিরল প্রজাতির পাখি জব্দ করা হয়।

চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ