চাঁদপুরের মেঘনায় তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা থেকে ওটি ওশান লাইট নামের জ্বালানি তেল পরিবহনের জাহাজটি চট্টগ্রাম যাচ্ছিল। এটি রাত সাড়ে ৯টায় চাঁদপুরের মেঘনা নদীর জাহাজমারা এলাকায় পৌঁছলে ওই জাহাজের ইঞ্জিনে আগুন লাগে। এসময় জাহাজের মাস্টারসহ ১৩ জন স্টাফ সাঁতরে তীরে উঠেন।
খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন জাহাজ ও নৌ পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ চেষ্টার পর রাত ১২টায় জাহাজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে জাহাজের ইঞ্জিন কক্ষ, মাস্টার ব্রিজসহ বেশ কয়েকটি কক্ষ পুড়ে যায়। তবে এটি তেল শুন্য থাকায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
আগুন লাগার খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল ঘটনাস্থলে ছুটে যান।