আর্থনিউজ২৪: রোববার বিকেল পৌনে ৬টার দিকে হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল রাজধানীর পরিবাগে দীপনের বাবার বাসায় যায়। এ সময় চলমান সংকট মোকাবেলায় সর্বদলীয় বৈঠকেরও আহ্বান জানান তিনি।
প্রকাশক ও ব্লগার হত্যার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছে বিএনপি। রোববার বিকেলে জাগৃতি প্রকাশনীর কর্ণধার নিহত দীপনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে একথা বলেন দলের নেতারা।
এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। পরে বাসা থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ।
পোস্টটি যতজন পড়েছেন : ৯১