আগামী ২০ নভেম্বর ২০১৫ থেকে গোয়ায় শুরু হচ্ছে ভারতের ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)। বাংলাদেশ থেকে চারটি চলচ্চিত্র অংশ নিচ্ছে। এগুলো হলো- গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’, জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’ এবং প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’। অন্য ছবিটি হলো ‘স্বর্গ থেকে নরক’। অরূপ রতন চৌধুরী পরিচালিত এবং ফেরদৌস-নিপুন অভিনীত ছবিটি এখনও মুক্তি পায়নি।
ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি চলচ্চিত্র নির্মাতাদের কাছে পাঠানো হয়েছে। গোয়ায় আয়োজিত উৎসবটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
পোস্টটি যতজন পড়েছেন : 336