
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের আইসিউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
নগরীর পাঁচলাইশ এলাকায় মঙ্গলবার রাত তিনটা থেকে চারটা পর্যন্ত পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহির বলেন, ‘নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দু’দল শিক্ষর্থীদের সংঘর্ষ হয়।
এসময় আহত ৩ শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের আইসিউতে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর দু’জনকে হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরবাদ এলাকায় অবস্থিত চট্টগ্রাম মেডিকল কলেজের একটি ছাত্রাবাস রয়েছে। এটির নিয়ে স্থানীয় ছাত্রলীগের সাথে মেডিকেল কলেজের শিক্ষর্থীদের বিরোধ ছিলো।
গত দু’দিন আগেও মেডিকেলের এক ছাত্র ছিনতাইয়ের শিকার হন। এজন্য তারা স্থানীয় ছাত্রলীগকে দায়ি করছেন। এরই জের ধরে ভোররাতে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।