চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এসময় আহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার বেলা ১১টার দিকে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির সমর্থিত ছাত্রলীগ এবং প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগ গ্রুপের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। বর্তমানে নাছির গ্রুপ ক্যাম্পাসের জিরো পয়েন্ট ও মহিউদ্দিন গ্রুপ শাহ জালাল হলের সামনে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে। ঘটনাস্থলে প্রক্টোরিয়াল বডিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন রয়েছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৬