১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চতুর্থ দফায় অবরোধ চলছে, মোড়ে মোড়ে পুলিশ

আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দেশব্যাপী চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

রোববার (১২ নভেম্বর) সকাল থেকে সড়ক, রেল ও নৌপথে চতুর্থ দফার প্রথম দিনের অবরোধ শুরু করে বিএনপিসহ সমমনা দলগুলো।

এ দিন সকাল থেকে রাজধানীতে তুলনামূলক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

দূরপাল্লার বাসগুলোকে বাসস্ট্যান্ডে অবস্থান করতে দেখা গেছে। বেশিরভাগ দূরপাল্লার বাসে যাত্রী নেই। ট্রেন চলছে, তবে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে।

এর আগে গত ৯ নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কয়েক দফার অবরোধ চলাকালে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ