রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক আদেশে চট্রগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্রগ্রামে সুপার রিফাইনারির পণ্য আটক নিয়ে মামলা ও ধনাঢ্য শিল্পপতিকে হয়রানির পরিপ্রেক্ষিতে এই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে।
প্রদীপ কুমার দাশ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং রেকর্ডিং অফিসারের (এজাহারকারী) সাময়িক বরখাস্তের আদেশ হয়েছে বলে জানা গেছে। বর্তমানে বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আবসার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
তাদের বরখাস্ত করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান বলেন, পুলিশ সদর দপ্তর থেকে তিনজনের বরখাস্তের আদেশ এসে পৌঁছেছে। আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৪৪