মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন সচীব হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃর্তি সন্তান শওকত আলম। মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে জন্ম নেওয়া এই কৃর্তি সন্তান ২০১৪ সাল থেকে উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসাবে কর্মরত আছেন। জাহাঙ্গীর নগর বিশ^দ্যিালয় থেকে অর্থনীতি বিষয়ে ¯œাতকোত্তর পাশ করা শওকত আলম ১৯৯৩সালে ১৪তম বিসিএস (শিক্ষা) এ তার নিজ বিষয়ে মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করার মাধ্যমে জন প্রশাসন মন্ত্রনালয়ে অর্ন্তভূক্ত হন। এর পর ১৭ নভেম্বর ১৯৯৩সালে গাছবাড়ীয়া সরকারী কলেজে অর্থনীতি বিষয়ে প্রবাষক হিসেবে যোগদান করেন এবং ৩বছর পর বদলী হয়ে ১৯৯৬সালে হাজী মোহাম্মদ মহসীন কলেজে চলে যান। পরবর্তীতে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে ২০০১সালে কুমিল্লা ভিক্টোরীয়া কলেজে যোগ দিয়ে আবার ২০০২সালে মহসীন কলেজে ফিরে আসেন। ্রপর ২০০৬ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে হবীগঞ্জে বিন্দাবন কলেজে এবং সেখান থেকে ২০১১ সালে বান্দারবন সরকারী কলেজে যোগ দেন। তারপর ৪ সেপ্টেম্বর ২০১৪ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক হিসেবে প্রেষণে নিয়োগ পান এবং ২০১৭সালে পূর্ণ অধ্যাপক হিসেবে উন্নিত হয়।
নতুন দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে শওকত আলম বলেন দায়িত্ববোধটা আরো বেড়ে গেল। শিক্ষাবোর্ড একটি সেবা মূলক প্রতিষ্ঠান সেবার মানকে আরো তরান্বিত করতে বোর্ডের সকল কর্মকর্তাদের সহযোগীতা নিয়ে সামনের দিকে অগ্রসর হব।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম জানান ১৪ জানুয়ারী ২০১৮ (রবিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচীক ফাতেমাতুজ জান্নাত স্বাক্ষরিত এক আদেশে উপ-পরিচালক শওকত আলমকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচীব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ঐ পদে দায়িত্বে ছিলেন অধ্যাপক মুহাম্মদ আব্দুল মুবিন। তিনি ২৮ ডিসেম্বর ২০১৭ সালে অবসরে গেলে পদটি শূন্য হয়ে যায় এবং ঐ শূন্য পদে শওকত আলমের পদয়ন করে শিক্ষা মন্ত্রণালয়।
