[english_date]

চট্টগ্রাম বাশঁখালীতে স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু

জাওয়াদুল করিম, বিশেষ প্রতিনিধি, বাশঁখালী

আর্থনিউজ২৪ : বাঁশখালী পৌরসভায় বিশৃঙ্খলার অভিযোগে স্থগিত ১,৪ এবং ৫ নং কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় চালু হয়েছে।

উল্লেখ্য, বাঁশখালিতে প্রথমে ২টি কেন্দ্র এবং পরে আরও একটি কেন্দ্র বন্ধ ঘোষণা করেন। তার মধ্যে ব্যালট পেপার ছিনতাই হওয়ার ঘটনায় রুহুল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব জলদি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটি বন্ধ ঘোষণা করা হয়। বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভার ৫ ওয়ার্ড রুহুল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগ কর্মীরা দুই রাউন্ড গুলি করে ব্যালেট বক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ কেন্দ্রটি বন্ধ করে দেয়। এর পর পার্শ্ববর্তী ৪নং পূর্বজলদি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও প্রায় ৩০ জনেরএকটি গ্রুপ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এ কেন্দ্রের ভোটগ্রহণও বন্ধ করা হয়। পুলিশের এএসপি আউয়াল বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিত নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত। তাই সৃষ্ট পরিস্থিতিতে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়। বিএনপির মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী বলেন, খলিল শাহ কেন্দ্রে ৩৮টি ব্যালেট পেপার ছিনতাই করা হয়। এ ব্যাপারে আমি রিটানিং অফিসারকে একাধিকবার ফোন করেছি। কিন্তু তিনি রিসিভ করেননি। পরে কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছি। তাছাড়া এখানে বহিরাগত অনেক লোকও এসে ভোট দিচ্ছে। এ ব্যাপারে জানতে আওয়ামী লীগ প্রার্থীর মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ