বাঁশখালী সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে তৃতীয় বারের মত বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে উপহার সামগ্রী বিতরন করা হয় ।
মঙ্গলবার বাঁশখালী পৌরসভায়, কালীপুর ইউনিয়ন , বাহারছড়া ইউনিয়ন, সরল ইউনিয়ন,শেখেরখীল ইউনিয়নে ও এতিম খানায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান।
এ সময় বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, কাউন্সিলর রোজিনা সোলতানা রোজি, রোকসানা আক্তার, মাইমুনা বেগম, হীরামনি বেগম, রনি আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথে ছিলেন।
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান বলেন এ সময় বক্তারা বলেন দেশে এ করোনা কালীন সময়ে সাধারন জনগন কর্মহীন হয়ে পড়ায় তাদের জীবন যাত্রা অচল হয়ে পড়েছে ।