চট্টগ্রাম বন্দরের আট নম্বর ইয়ার্ড থেকে বিপুল পরিমাণ ভারতীয় ও বিভিন্ন দেশের মুদ্রাভর্তি একটি কন্টেইনার আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা কন্টেইনারটি আটক করে কায়িক পরীক্ষার জন্য জব্দ রাখা হয়েছে। কন্টেইনারটিতে কী পরিমাণ ভারতীয় মুদ্রা রয়েছে তা নিশ্চিত করতে না পারলেও শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন আটক কন্টেইনারে কমপক্ষে চার কার্টুন ভর্তি বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে।
চট্টগ্রাম বন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মুকিত আহমেদ জানান, কয়েকদিন পূর্বে দুবাইর সুজাইরা বন্দর থেকে একটি জাহাজ যোগে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। খালাসের জন্য অপেক্ষমান থানা কন্টেইনারটিতে ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন দেশের মুদ্রা থাকার গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারটি আটক করে তল্লাশি করা হয়।
প্রাথমিক তল্লাশিতে কন্টেইনারের ভেতর একটি কার্টুন ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা পাওয়া যায়। কন্টেইনারে থাকা কমপক্ষে আরো তিনটি কার্টুনে ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন দেশের মুদ্রা থাকতে পারে বলে গোয়েন্দারা ধারণা করছেন।
সোমবার কন্টেইনারটি পূর্ণাঙ্গরূপে কায়িক পরীক্ষা করে আটক মুদ্রার পরিমাণ জানানো হবে বলে বন্দরের শুল্ক গোয়েন্দারা নিশ্চিত করেছেন।