ভূ-গর্ভস্থ গ্যাস লাইন বিস্ফোরণে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় প্রায় আধা কিলোমিটার পিচঢালা সড়ক দেবে যায়।
বুধবার সন্ধ্যায় বিস্ফোরণের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে সাগরিকা এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে সড়ক মেরামত কাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া জানান, বিকেলের দিকে সাগরিকার মোড় থেকে হক্কানী মসজিদ পর্যন্ত প্রায় আধা কিলো মিটার সড়ক হঠাৎ বিস্ফোরণে দেবে গেছে। এ ঘটনার পর থেকে নিরাপত্তার খাতিরে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা সড়ক মেরামত কাজ শুরু করেছে বলে জানান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ মহা ব্যবস্থাপক (জনসংযোগ) আব্দুল্লাহ আল মামুন।
পোস্টটি যতজন পড়েছেন : ১০৩