নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা-ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী আর্থনিউজ২৪ কে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় একাধিক কমিটি রয়েছে এবং অধিকাংশ কমিটির মেয়াদ চলে গেছে তাই সবার সাথে আলোচনা করে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন করে কমিটি ঘোষণা দিতে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা বিএনপিকে।[ad id=”28167″]
এর আগে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে জানিয়েছিল দলটি। নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সিনিয়র নেতাদেরকে তৃণমূলে যোগাযোগ রাখার ব্যাপারে নির্দেশনাও দেয়া হয়েছিল।
প্রসঙ্গত, সদ্য হয়ে যাওয়া ২৩৪ পৌরসভার মেয়র পদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে ১৮১টি, প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে মাত্র ২৪টি পৌরসভায় বিজয়ী হন। তাই ইউপি নির্বাচনেও যাতে এমটি না হয় সে জন্য সব জেলা উপজেলায় তৃণমূল নেতাদের সমন্নয় করে কমিটি ঢেলে সাজানোর পরিকল্পনা বলে জানায় একাদিক সুত্র।