৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম দঃ জেলা আওয়ামীলীগ নেতা উপর হামলা ও গাড়ী ভাংচুর

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজনের উপর হামলা ও তার গাড়ী ভাংচুর করা হয়েছে। বোয়ালখালী আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভুর্ষি গ্রামে পুজা মন্ডপ পরিদর্শনের সময় রাত সাড়ে নয়টার সময়  আত্নগোপনে থাকা দুর্বৃত্তরা হামলা চালায় বলে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা জানায়। তাদের দাবী বিএনপির শীর্ষ সন্ত্রসীরা এই হামলা চালায়। স্থানীয় আওয়মীলীগ নেতা কর্মীরা আর্থনিউজকে বলেন বাচাইয়া ডাকাতের ভাই মন্নান-ওসমান ডাকাত গ্যাং অতর্কিত সশস্ত্র হামলা করে আবদুল কাদের সুজন সহ ৭/৮ জনের মাথা ফেঁটে দেয়। সন্ত্রাসীদের রাইফেলের গুলিতে ঋষিমট পুজা মন্ডপের পুণ্যার্থীরা প্রাণ ভয়ে আতংকিত হয়ে মন্ডপ ছেড়ে যায়। গাড়ীবহরে হামলা করে একটি মাইক্রোবাস সহ বেশ কটি মোটর সাইকেল ভাংচুর করে চিহ্নিত সন্ত্রাসীরা। আহতদের মধ্যে আওয়ামীলীগ নেতা সুজন, আবুল কালাম,এস এম আলম জসিম,মনজুর মোর্শেদ ,ছাত্রলীগের মোঃ হোসেন সহ আরও ৮/১০ জন স্থানীয় বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনে গেছে।
অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রশাসনের নিকট জোর দাবী জানীয়েছেন স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ