চট্টগ্রাম- কক্সবাজর সড়কে পিকনিকের বাস খাদে পড়ে তিনজন নিহত ও আহত হয়েছেন ৪-৫ জন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম- কক্সবাজর সড়কের লোহাগড়া সদরে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কেফায়েত উল্লাহ জানান, ম্যাব গ্রুপের একটি গার্মেন্টসের কর্মীরা সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল। বাসটি লোহাগড়ায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ৪-৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।