গ্রেপ্তারকৃতরা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হুমায়ুন কবির।
সোমবার রাতে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীতে শুভপুর বাস স্টেশনের বিপরীতে একটি পাঁচতলা ভবন থেকে আশফাকুর রহমান (২১) ও রাকিবুল হাসান (২০) নামে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, “১০টি তাজা গ্রেনেডের পাশাপাশি একটি সুইসাইড ভেস্টও তাদের কাছে পাওয়া গেছে।”
নাশকতা চালানোর পরিকল্পনা থেকে এই গ্রেনেড ও বিস্ফোরক জঙ্গিরা মজুদ করেছিল বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।
এই অভিযানের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে গোয়েন্দা কর্মকর্তা হুমায়ুন জানিয়েছেন।