চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে নগরীর খুলশী এলাকার ভেটেরনারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ওই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে হিজবুত তাহরীর ৫ কর্মী সরকার বিরোধী লিফলেট বিলি এবং পোস্টার লাগানোর সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বাধা দেয়।
এসময় ২ জন পালিয়ে গেলেও আনসার সদস্যদের সহায়তায় ইশতিয়াক, আবদুল যাওয়াদ ও আহসান আলী নামে তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
পোস্টটি যতজন পড়েছেন : 109