১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে স্ত্রীকে ‘খুন করে’ মাকে ৫ ঘণ্টা ‘জিম্মি’

চট্টগ্রামে স্ত্রীকে ‘গলা কেটে হত্যার পর’ মাকে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে ‘জিম্মি করে রাখা’র ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে সোমবার এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানিয়েছেন, ৪৮ বছর বয়সী মো. জমির উদ্দিন চৌধুরী বিকালে তার স্ত্রী বিউটি আক্তারকে (৩৫) ‘জবাই করে খুন করেন’।
“পুত্রবধূর চিৎকার শুনে ৯০ বছর বয়সী শাশুড়ি শামসুন নাহার ওই ঘরে ঢুকলে জমির তারা গলায় ছুরি ধরে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রাখে । শুরুতে লোকজন তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে জমির তার মায়ের মাথায়ও ছুরি দিয়ে আঘাত করে।“
জমির ও বিউটির ১৪ বছর এবং চার মাস বয়সী দুই ছেলে আছে; জমির চন্দনাইশ উপজেলা যুবলীগের সদস্য।
ওসি হোসাইন বলেন, “স্ত্রীকে খুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন সে তার মাকে গলায় ছুরি ধরে রুমের ভেতর আটকে রেখেছিল। বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টার পাশাপাশি কৌশলে ঘরের দরজা খোলা হয়। তারপর তার মাকে মুক্ত করে জমিরকে রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেশীদের কাছ থেকে পুলিশের এই কর্মকর্তা জেনেছেন, জমির বিভিন্ন সময়ে ‘অসংলগ্ন’ কথাবার্তা বলতেন।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি ইমরান আল হোসাইন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ