দেশের করোনা দুর্যোগময় পরিস্থিতে সাধারণ শিক্ষার্থীদের বাসা ভাড়া অর্ধেক মওকুফের দাবি করেন চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম।
এক যৌথ বিবৃতিতে নেতবৃন্দ বলেন, মার্চের শেষের দিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলে প্রায় শিক্ষার্থী নিজ নিজ বাড়ীতে চলে যায় এবং কিছু শিক্ষার্থী বিভিন্ন কারণে থেকে যায়। যারা এখন মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ সময় ধরে লকডাউন থাকায় ছাত্রদের প্রতিমাসে হাজার হাজার টাকা বাসা ভাড়া দিতে হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের অন্যতম আয়ের উৎস টিউশনি, কোচিং, পার্টটাইম চাকরি করে বাসা ভাড়াসহ অন্যান্য খরচের যোগান দিত। ফলে দীর্ঘদিন ছাত্রদের আয়ের উৎস বন্ধ থাকায় বাসা ভাড়া দিতে পারছে না অনেকেই। মাননীয় মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তা এবং জমিদারদের নিকট আমাদের জোর দাবি মানবিক দিক বিবেচনা করে বিষয়টি গুরুত্বের সহিত চিন্তা করার আহ্বান করছি।