আর্থনিউজ২৪: চট্টগ্রামে আজ রবিবার বেলা ১১টায় যৌথ বাহিনীর শতাধিক সদস্য তিন দলে ভাগ হয়ে এ অভিযান চলায়। বেলা দেড়টায় অভিযান শেষ হয়।
মহানগরীর বাকলিয়া থানার বিভিন্ন বস্তিতে পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, শহীদ এএনজে কলেজের পাশে বাস্তুহারা কলোনি, ক্ষেতচর কলোনি ও চাকতাইয়ের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে তাদের যাচাই-বাছাই চলছে। নিরপরাধ কেউ থাকলে ছেড়ে দেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার থেকে সন্ত্রাসী হামলার আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বন্দরনগরী চট্টগ্রামে র্যাব-পুলিশ-ডিবি-এপিবিএন ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। ওই দিন রাতে সিআরবিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এরপর শুক্রবার দুপুরে নগরীর আন্দরকিল্লায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় চারজনকে।
নাশকতাকারীদের মনে ভীতি তৈরি ও নাশকতা দমনের কৌশল হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে যৌথ বাহিনীর এ অভিযান চলছে বলে জানা গেছে।