চট্টগ্রামের বিএনপি মনোনীত তিন মেয়রপ্রার্থী ভোট ‘বর্জনের ঘোষণা’ দিয়েছে। কেন্দ্র দখল ও এজেন্টদের মারধরের অভিযোগ তুলে তারা বুধবার সকালে ভোট ‘বর্জনের ঘোষণা’ দিয়ে তারা পুণঃভোটের দাবি জানিয়েছেন।
তারা হলেন-সন্দ্বীপের আজমত উল্লাহ বাহাদুর, রাউজানের আবদুল্লাহ আল হাসান ও রাঙ্গুনিয়ার মো. হেলাল উদ্দিন খান। তারা সবাই ধানের শীষের প্রতীকে লড়াই করছেন।
আজমত উল্লাহ জানিয়েছেন, সন্দ্বীপের ১৫টি কেন্দ্রের সবগুলোই সরকারদলীয় বহিরাগত সন্ত্রাসীরা দখলে নিয়েছে। আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
রাউজানে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল হাসান নিজ বাড়িতে সাংবাদিকদের বলেন, রাত থেকে বহিরাগতরা এসে কেন্দ্র দখল করে এজেন্টদের বের করে দিয়েছে। এ পরিস্থিতিতে নিজেকে ভোট থেকে প্রত্যাহার করে নেওয়া ছাড়া আর কোন উপায় নেই।
কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ রাঙ্গুনিয়ায় বিএনপির প্রার্থী হেলাল উদ্দিনও ভোট বর্জন করেছেন।
























