চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকার একটি বাসা থেকে মা-ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২৪ আগস্ট রাত ১১টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছেন।
ওসি আতাউর রহমান খন্দকার বলেন, রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা-ছেলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, পুরাতন চান্দগাঁও এলাকার রমজান আলী সেরেস্তাদার বাড়িতে তারা ভাড়া থাকতেন।
মৃত দুই জন হলেন, গুলনাহার বেগম (৩৩) ও ছেলে রিফাত (৯)। গুলনাহার হোটেল এবং মানুষের বাসায় রান্নার কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন।
স্থানীয়রা জানিয়েছেন, গুলনাহারের মেয়ে ময়ূরী পোশাক কারখানায় কাজ করে। রাতে কারখানা থেকে বাসায় ফিরে দুই জনের মরদেহ দেখতে পায়। পরে সে চিৎকার দিলে প্রতিবেশিরা গিয়ে গুলনাহার বেগমের মরদেহ বাথরুমে এবং রিফাতের লাশ রান্না ঘরে দেখতে পায়। এরপর তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আতাউর রহমান খন্দকার আরও জানান, দুই জনকে খুন করা হয়েছে। গুলনাহারের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ছেলে রিফাতের গলায় কাটা দাগ আছে। ভোতা কোনও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছেন এটি নিশ্চিত হতে পারিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।