চট্টগ্রামে ফকিরের আস্তানায় দুই জনকে গলা কেটে হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা নগর পুলিশের গোয়েন্দা শাখার এসআই সন্তোষ চাকমা এই অভিযোপত্র দেন।
অভিযোগপত্রে জেএমবি সদস্য সুজন ওরফে বাবুকে (২৮) একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া আবদুল মান্নান ওরফে মনাকে (৪০) মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে।
এসআই সন্তোষ চাকমা বলেন, খুনের ঘটনায় জেএমবি সদস্য সুজন ওরফে বাবুর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
গত বছর ৪ সেপ্টেম্বর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজারের পূর্বাচল এলাকায় ফকির রহমত উল্লাহর আস্তানায় ঢুকে তাকে ও তার খাদেম মো. আব্দুল কাদেরকে গলা কেটে হত্যা করা হয়।