চট্টগ্রামের ১০ পৌরসভায় পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। নগরীর চট্টেশ্বরী রোডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসভবনে বুধবার বেলা ৩টার দিকে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একইসঙ্গে বলা হয়, এ সরকারের অধীনে ৫ জানুয়ারির নির্বাচনে দলটির অংশ না নেয়াও ছিল যুক্তিসঙ্গত।
সংবাদ সম্মেলনে ১০ পৌরসভার ভোটে বিএনপির মেয়রপ্রার্থী ও সাধারণ ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া, প্রার্থীর ওপর হামলা এবং কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়।
বিএনপির নির্বাচন মনিটরিং কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, চট্টগ্রামের দুটি পৌরসভার কয়েকটি কেন্দ্র ছাড়া কোনোটিতে সুষ্ঠু নির্বাচন হয়নি।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যেই রাউজান, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, সীতাকুণ্ড ও মিরসরাই এলাকায় বিএনপির প্রার্থীর ওপর হামলা এবং সংশ্লিষ্ট এলাকার কেন্দ্র সরকারদলীয় কর্মীরা দখল করে নেয়।
চট্টগ্রামের ১০ পৌরসভায় যে ভোট হয়েছে তা কোনোভাবেই সুষ্ঠু হয়নি দাবি করে গোলাম আকবর বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে এ সরকারের অধীনে বিএনপির অংশ না নেয়া নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল। আজকের নির্বাচন সে প্রশ্নের উত্তর দিয়েছে। জনগণ উপলব্ধি করেছে বিএনপির তখনকার সিদ্ধান্ত সঠিক ছিল।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছিরও ওই ১০ পৌরসভায় পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়ে বলেন, এ সরকারের অধীনে পৌর নির্বোচনের মাধ্যমে আরেকটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। আওয়ামী লীগ ভোটের নামে ‘ভোট লুট’ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুর ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, উত্তর জেলার আহ্বায়ক আসলাম চৌধুরী, রাউজানের মেয়রপ্রার্থী আবদুল্লাহ আল হাসান ও রাঙ্গুনিয়ার প্রার্থী হেলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন।
























