[english_date]

চট্টগ্রামে নব্য জেএমবির দুই সদস্যকে কারাগারে পাঠালেন আদালত

আদালত প্রতিবেদক:

\চট্টগ্রামে গ্রেফতার হওয়া জঙ্গি সংগঠন নব্য জেএমবির দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ‍আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফিউদ্দিন এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হয়। কিন্তু জামিনের আবেদন না থাকায় আদালত সরাসরি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

প্রসঙ্গত, গত ০১ জানুয়ারি নগরীর পূর্ব মাদারবাড়ির বালুর মাঠ সংলগ্ন পোর্ট সিটি হাউজিং সোসাইটির মিনু ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে ময়মনসিংহের মো.আশফাকুর রহমান ওরফে আবু মাহির আল বাঙালি ওরফে রাসেল ওরফে সেলেবি তিতুশ (২২) এবং মো. রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালেহ উদ্দিন আয়ূবী ওরফে আবু তাইছির আল বাঙালি ওরফে হাসানকে (১৯) গ্রেফতার করে। এ সময় সেখান থেকে সদরঘাট থানায় হামলার পরিকল্পনা-সম্বলিত টার্গেট ওয়ান লেখা একটি মানচিত্র, ১০টি তাজা হ্যান্ড গ্রেনেড, ২টি সুইসাইডাল ভেস্ট, একটি মোবাইল ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ