[english_date]

চট্টগ্রামে দুই জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় এক মাজারে দুই জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শরীফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ওই এলাকার ‘লেংটা মামুর মাজারে’ এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত একজনের নাম মো. কাদের (৩০)। অন্যজনের নাম জানা যায়নি।

নিহতদের মধ্যে কাদের ওই মাজারের খাদেম বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা সুত্রে জানা যায়, “মাজারে দুই জনকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা আড়াইটার দিকে কাদেরসহ দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাদের মাজারের খাদেম ছিলেন বলে জানতে পেরেছি।”

তবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ