চট্টগ্রামের লাভলেইনের পাশে রাবেয়া রহমান লেইনে নিজ বাসায় বড় ভাইকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে ছোট ভাই।
রোববার সকালে কলেজে যাবার জন্য ছোটভাই রায়হানকে ডাকায় বড় ভাই সোহেলকে ছুরিকাঘাত করে রায়হান। ছুরিকাঘাতের সোহেলের গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়েছে।
পরে পুলিশ সোহেলের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর ছোট ভাই রায়হান রানা পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। রায়হান কাজেম আলী স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বড় আকারের ছোরা ও একটি ছোট ছোরা, একটি ট্যাব এবং একটি খাতা উদ্ধার করেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৮৩