চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৪, এদের প্রত্যেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
প্রতিবেশীরা জানান, বন্দরটিলা এলাকার ৫ তলা একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। ভোররাতে বিকট শব্দ শুনে নিচতলা ফ্লাটে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় দুই পরিবারের ৪ জনকে উদ্ধার করেন তারা। ফ্ল্যাটটিতে দুই পরিবারের চার ভাইবোন একসাথে থাকতেন বলেও জানান তারা।
দগ্ধরা জানান, রাতে গ্যাসের চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিলেন তারা। সেহেরীর সময় বাড়িতে বিদ্যুত না থাকায়, মোমবাতি জ্বালাতে গেলেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। ক্রমেই আগুন ফ্ল্যাটের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসক জানান, ৪ জনের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৭৩