১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।

সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় ২০০টি স্কুলের প্রধান শিক্ষকের সাথে বৈঠক করেছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে এ ধরনের স্কুলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠে। এ অবস্থায় এমপিও বাতিলসহ দায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

এছাড়া এরইমধ্যে যেসব বিদ্যালয় অতিরিক্ত টাকা নিয়েছে, তাদের আগামী এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।

মূলত এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে বিষয়ভেদে দেড় হাজার টাকা এবং মানবিক বিভাগে বিষয় ভেদে ১ হাজার ৪শ’ টাকা নির্ধারণ করে দেয় শিক্ষাবোর্ড। কিন্তু চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে সাড়ে ৪ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে জানা গেছে।

অতিরিক্ত টাকার কোন রশিদ শিক্ষার্থীদের দেয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ